আমি চলে যাব দূরে, বহুদূরে একা চুপিসারে
ঘন কালো অন্ধকারে মধ্যরাতে অজানার দেশে।
কালের জাহাজখানি দাঁড়িয়েছে সাগরের ধারে;
অগাধ সলিলরাশি পাড়ি দেব নাবিকের বেশে।
অর্থ-কড়ি, বাড়ি-ঘর পৃথিবীতে সব অর্থহীন;
আত্মীয়-স্বজন-বন্ধু সবকিছু পৃথিবীতে মায়া।
মানুষে মানুষে দ্বন্দ্ব,মিথ্যা প্রেমে কেটে যায় দিন;
ভালোবাসা ধোঁকা দেয়, নেই মনে প্রশান্তির ছায়া।
মুক্তি নেই পৃথিবীতে জরা-ব্যাধি,দুঃখ-জ্বালা থেকে;
কালের ছোবল থেকে কে বা কারা পেয়েছে রেহাই?
সকলেই যায় চলে সময়ের ডাকে একে একে।
দেহের পোশাক ছেড়ে একদিন আত্মা মুক্তি পায়।
বিদায়ের ঘণ্টা ধ্বনি আমি যেন শুনি বারে বারে;
একদিন চলে যাব অজানার দেশে চুপিসারে।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৫শে কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ১২ই নভেম্বর, ২০২৩।