তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ নই অপরের মতো;
বারবনিতার মতো কথা বলো করো আচরণ।
তোমার শরীর নিয়ে কথা বলে লোকে কত শত;
তুমি বড় সর্বনাশী, ঈর্ষা বিষে পরিপূর্ণ মন।
মেনকা-ঊর্বশীদের ছিল কত রূপের বাহার;
তাদের চরিত্র নিয়ে এখনও আলোচনা হয়।
মনের ভিতরে তুমি জমিয়েছ পাপের পাহাড়;
রূপ নয় ব্যবহার, সকলের বড় পরিচয়।
কত কেচ্ছা-কেলেঙ্কারি শোনা যায় তোমারই নামে;
পরকীয়া অপকর্মে দক্ষ তুমি, সকলেই জানে।
সমাজের মাঝে আজ তুমি খ্যাত রম্ভা উপনামে;
কুকর্মে নির্ভয়া তুমি, বিষ ঢালো অপরের কানে।
কিসের খেলায় তুমি মেতে আছো, কলির ঊর্বশী?
কালের নিয়মে রূপ ম্লান হবে, সুন্দরী রূপসী।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৮শে জুলাই, ২০২৪।