তুমি কি শুনতে পাও অবিরত কালের আহ্বান?
সময়ের রথচক্র খুব দ্রুত আসছে এগিয়ে।
সম্মুখে শায়িত আছে মহাকাল রুক্ষ মরুদ্যান;
তোমার সৌন্দর্য রূপ চিরদিন স্থায়ী নয় প্রিয়ে।
সমাধিতে কোনোদিন পৌঁছায় না প্রেমের সঙ্গীত;
সেখানে তোমাকে কত জীবাণুরা কুরে কুরে খাবে।
তোমার সতীত্ব খানি হয়ে যাবে সমাধির ভিত;
কামনা বাসনা সব ক্রমে ক্রমে ভস্ম হয়ে যাবে।
প্রেয়সী! এখন দেখি বসন্তের তরতাজা রূপ
তোমার ত্বকের 'পরে বসে আছে শিশিরের মতো।
কালের প্রবাহে তুমি হারিও না নিজের স্বরূপ;
শোনো প্রিয়া, প্রেম প্রেম ভালোবাসা খেলি অবিরত।
বসন্ত সৌন্দর্য রূপ চলে যাবে সময়ের ডাকে;
প্রিয়তমা কাছে এসো, উপভোগ করে যাই তাকে।
* কবিতাটি ইংরেজ কবি, অ্যান্ড্রু মার্ভেলের 'টু হিজ কয় মিস্ট্রেস' কবিতার ভাবানুবাদ।