শ্লীলতাহানি ধর্ষণ দিনে দিনে বাড়ছে নগরে;
নারী শিশু বোনেদের নিরাপত্তা আর নেই বঙ্গে।
নিরাপত্তার অভাবে তিলোত্তমা তিলে তিলে মরে;
প্রশাসন সরকার মিশে গেছে দুর্বৃত্তের সঙ্গে।

নিরীহ মেয়েটা আর ফিরবে না এই পৃথিবীতে;
কত কষ্ট যন্ত্রণায় প্রাণখানি বেরিয়েছে তার।
প্রতিবাদে লোকারণ্য রাজপথে ওলিতে গলিতে;
জনতা নেমেছে পথে দলে দলে চাইছে বিচার।

পুলিশের মেরুদণ্ড সোজা নেই হয়েছে ধনুক;
শাসকের রোষানলে স্বপ্ন-আশা পুড়ে ছারখার।
পাশবিক হত্যালীলা হল কেন মন্ত্রী খোল মুখ;
নারকীয় কর্মকাণ্ডে কখনই পাবেনা তো ছাড়।

ধর্ষণে বিচার চাই তিলোত্তমা থাকবে না বসে।
দোষীদের শাস্তি দাও লাভ নেই আর অঙ্ক কষে।