নোবেল থেকে চাকরি চুরি
পশ্চিমবঙ্গের নেইকো জুড়ি।
বাঙালির মান সম্মান
ভেঙে হল খান খান।

নির্লজ্জ শাসক দল
চলবে না আর ছল বল।
আইনের শাসন হলে
জেলে যাবে সদলবলে।

অপদার্থ সরকার
আর নেই দরকার।