শিক্ষার অঙ্গনে কেন বুনে যাও বিভেদের জাল?
দাবি করে কেন বলো নিজেদের আদর্শ শিক্ষক?
দলবাজি হানাহানি কেন করো, কেন গোলমাল্?
তোমরা শিক্ষক নও, সমাজের কলঙ্ক-ভক্ষক।
সততার রাস্তা ছেড়ে কেন ধরো অসত্যের পথ?
শিক্ষণ শিখনে কোন মতি নেই, ফাঁকি দাও কাজে।
কি শিখছে শিক্ষার্থীরা? তোমরাই দাও অভিমত;
বিভেদের পথে চলা কখনো কি তোমাদের সাজে!
শিক্ষা দীক্ষা ধর্ম কর্ম সবকিছু কেন ভুলে গেলে?
সমাজের হাত থেকে কখনই পাবে না রেহাই।
শিক্ষার্থীদের ঠকিয়ে বল দেখি তোমরা কি পেলে?
নামেই শিক্ষক তাই শিক্ষার্থীরা অপশিক্ষা পায়।
বিভেদের রাস্তা করো পরিহার যদি চাও ভালো;
নতুবা পড়বে ফাঁদে দেখবে না জীবনের আলো।