জীবনের মাঝ রাস্তা পার হয়ে এসেছি এখন;
দেখেছি চলার পথে মালভূমি পাহাড় পর্বত।
এসেছে চলতে গিয়ে উপত্যকা মরুভূমি বন;
দেখেছি আগ্নেয়গিরি নদীদের বাঁধ ভাঙা স্রোত।

দেখেছি পাহাড় থেকে অপরূপ ঝর্ণা ঝরে পড়ে;
নীলাভ পর্বত গুলি ঢাকা থাকে তুষার তুহিনে।
পাহাড়ের বুক চিড়ে নদী চলে উপত্যকা ধরে;
পাহাড়ি উপত্যকায় রকমারি ফুল ফোটে দিনে।

দেখেছি জঙ্গলে আমি কত শত জন্তু জানোয়ার:
শুনেছি সেখানে কত পশুদের ভয়ঙ্কর আওয়াজ।
মরুতে মরীচিকার পিছে ছুটে গেছি কত বার;
কখনো থামিনি আমি, পথ চলা একমাত্র কাজ।

একদিন জীবনের বৈতরণী পার হবো জীবন তরীতে;
বৈতরণী পার হলে মিশে যাবো আমি প্রকৃতিতে।