শ্রাবণের সন্ধ্যাবেলা ঝিরিঝিরি বৃষ্টি ঝরে পড়ে;
আকাশ ঢেকেছে মেঘে জোছনার আলো নেই রাতে।
শ্রাবণের সন্ধ্যাকালে চারিদিক অন্ধকারে ভরে;  
জানালার পাশে আমি বসে আছি কেউ নেই সাথে।

শ্রাবণের জলাশয়ে ব্যাঙ ডাকে শুনে যাই একা;
রিমঝিম রিমঝিম ঝরে পড়ে বাদলের ধারা।
সন্ধ্যাবেলায় আকাশে নেই কোন নক্ষত্রের দেখা;
সাঁঝের আকাশ পানে খুঁজে যাই আমি সন্ধ্যাতারা।

শ্রাবণের অন্ধকারে বৃষ্টি ঝরে পড়ে অবিরত;
অদূরের ঝোপঝাড়ে ঝিঁঝিঁ পোকা ঝিঁঝিঁ স্বরে ডাকে।
শ্রাবণের সন্ধ্যাবেলা শ্রাবণের গান শুনি কত;
আমার প্রেমিক মন একা একা কত ছবি আঁকে।

শ্রাবণ সঙ্গীত হয়ে বেজে ওঠে শ্রাবণ সন্ধ্যায়;
জানালার ধারে বসে শ্রাবণের গান শুনে যাই।