সবুজ গাছের ডালে বসন্ত প্রহরে
কোকিলেরা গান গায় সুমধুর সুরে।
কোকিলের কুহু ডাকে যায় মন ভরে;
হৃদয়ের ক্লান্তি সব সরে যায় দূরে।

গাছের আড়ালে পাখি ডাকে ক্ষণে ক্ষণে;
জাদুকরী কণ্ঠ ভরা আনন্দের গীতে।  
সেই গীত শুনে যায় আমি একমনে;
বসন্ত প্রহর কাটে খুশির সঙ্গীতে।

কোকিলের গান শুনে মহানন্দে থাকি;
কত ছবি এঁকে যাই মনের খাতায়।
বসন্ত বিদায় নিলে উড়ে যায় পাখি;
তবুও মনের ডালে পাখি গান গায়।

কোকিলের কুহু ডাক অমৃত সমান;
বিষাদের মাঝে শুনি সুমধুর গান।