শরতে পাখিরা সুখে করে কলতান;
তাদের হৃদয়ে নেই দহনের জ্বালা।
কেন তুমি শোনো তবে বেদনার গান?
তবে কি পড়েছো তুমি বিরহের মালা?

শিশিরের বিন্দুগুলি পড়ে দুর্বাঘাসে;
সূর্যের কিরণে তারা মুক্তো হয়ে জ্বলে।
কত ফুল ফুটে আছে সুগন্ধ বাতাসে;
শরতের দিন গুলি বড় ঝলমলে।

পূর্ণিমার চাঁদ খানি রাতে দেয় আলো;
রাতের আঁধার তাই দূরীভূত হয়।
জোছনায় রাত খানি লাগে বড় ভালো;
আনন্দ সঙ্গীতে মাতে সকল হৃদয়।

কেন তুমি শুনে যাও বিরহের গীত?
তবে কি তোমার প্রেম হয়েছে অতীত?