হৃদয়ের টানে যাই গোলাপ বাগানে;
বাহারী ফুলের রঙে মনে রঙ ধরে।
গোলাপ সঙ্গীত হয়ে বেজে ওঠে কানে;
মধুর সঙ্গীতে মন প্রশান্তিতে ভরে।
গোলাপ প্রেমের ভাষা সহজেই বলে;
পাপড়িতে চেয়ে দেখি প্রিয়তির মুখ।
কাঁটা ঘেরা ফুলগুলো বড় ঝলমলে;
ফুলে ফুলে আছে প্রেম ভালোবাসা সুখ।
গোলাপে নিহিত সারা পৃথিবীর প্রেম;
গোলাপে জীবিত দেখি সুখময় দিন।
গোলাপে বাঁধানো যেন জীবনের ফ্রেম;
গোলাপের ঘ্রাণ ছাড়া প্রেম অর্থহীন।
গোলাপ বাগান গেলে ভাসে কত স্মৃতি;
গোলাপের পাপড়িতে খুঁজি প্রেম প্রীতি।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৭শে কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৪ই নভেম্বর, ২০২৩।