রাজপথে জনতার প্রতিবাদ সভা ও মিছিল;
জনগণ কখনই মানবে না অত্যাচার আর।
জনতার আন্দোলনে কম্পমান শাসকের খিল;
অপরাধ যাচ্ছে বেড়ে প্রশাসক তবু নির্বিকার।
মেরুদণ্ড বেঁকে গেছে, এ কেমন আইন রক্ষক;
দিনে রাতে নগরীতে মানুষের নিরাপত্তা নেই।
দায়িত্ব পালনে ব্যর্থ রক্ষকই হয়েছে ভক্ষক;
প্রকৃত অপরাধীরা পড়ছে না ধরা কিছুতেই।
পৈশাচিক হত্যাকাণ্ড ঘটে চলে মহানগরীতে;
সর্বক্ষেত্রে রাজনীতি দুর্বৃত্তের মনে নেই ভয়।
প্রশাসক করছে না কোন কাজ মানুষের হিতে;
নারীরা নেমেছে পথে দানবের হবে পরাজয়।
জনতার আন্দোলনে কেঁপে ওঠে শাসকের দ্বার;
রাজপথে জনগণ, অন্যায়ের হোক সুবিচার।