মনের ভিতরে জ্বলে আগুনের লেলিহান শিখা;
জ্বলে পুড়ে ভস্ম হবে একদিন অর্থের পাহাড়।
তার সাথে পুড়ে যাবে ঈর্ষা দ্বেষ গর্ব অহমিকা;
জ্বলে যাবে সৌন্দর্যও থাকবে না রূপের বাহার।

পরচর্চা ভালো নয়,পরনিন্দা করা বড় পাপ;
বিলাসিতা অর্থ ব্যয় দিনশেষে সব মূল্যহীন।
শিক্ষাগুরু প্রয়োজন, অজ্ঞতা যে বড় অভিশাপ;
না পেলে প্রকৃত শিক্ষা সবকিছু হয়ে যাবে লীন।

ছল বল ও কৌশল কোন কিছু লাগবে না কাজে;
সহ চিন্তা, সৎ সঙ্গ, সৎ বাক্য - জীবনের মন্ত্র ।
যাত্রাপথে কতকিছু দেখা যায় অপরাহ্ন সাঁঝে;
জীবনে চলার পথে লাগবে না কোন কাজে যন্ত্র।

রূপ নয় চিরন্তন, গুণ থাকে চিরকাল টিকে;
জীবনের যাত্রাপথে সৎ গুণ হবে না তো ফিকে।