প্রেয়সীর আঁখি নয় সূর্য সমুজ্জ্বল;
প্রবাল অধিক লাল তার ওষ্ঠ থেকে;
তুষারের মতো বক্ষ নয় যে উজ্জ্বল;
তারগুচ্ছ মনে হয় তার কেশ দেখে।
দেখেছি বাগানে কত বাহারী গোলাপ;
তার গালে নেই কোন ফুলের আভাস।
প্রস্ফুটিত ফুলে মেলে সুগন্ধের ছাপ;
তার শ্বাস ছড়ায় না ফুলের সুবাস।
আমার প্রিয়ার স্বর শুনে আমি ভাবি,
তার স্বর বহু দূরে সঙ্গীতের চেয়ে।
মনে হয় পৃথিবীতে এ কোন মানবী?
- থপথপ শব্দে করে হাঁটে যদি প্রিয়ে।
তবু প্রেয়সীর প্রতি প্রেম অবিচল;
আর অন্যের তুলনা মিথ্যা যে কেবল।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ।
ইংরেজি: ৯ই অক্টোবর, ২০১৭।
*** এটি শেক্সপিয়রের ১৩০তম সনেটের ভাবানুবাদ।