প্রেমের সাগরে যদি মিশে যায় জীবনের ধারা;
সুমধুর গান গায় সুখ পাখি হৃদয়েয় ডালে।
মনের আকাশে ওঠে কত শত ঝলমলে তারা ;
স্নিগ্ধ বায়ু বয়ে যায় নেচে নেচে সঙ্গীতের তালে।

বসন্তের দিনগুলো নেমে আসে পৃথিবীর বুকে;
চারদিক ভরে যায় রকমারি সুবাসিত ফুলে।
কোকিলেরা গান গায় অবিরাম, দিন কাটে সুখে;
আকাশের কালো মেঘ সরে যায় দুঃখ যাই ভুলে।

গ্রীষ্মের দহন জ্বালা নির্বাসিত হয় দূর দেশে;
সবুজাভ ঘাস আর কচি কচি পাতা দোল খায়।
সোহাগ সঙ্গীত হয়ে বেজে ওঠে কথা বলে হেসে;
মনের আঙিনা থেকে বেদনার পাখি উড়ে যায়।

সুখ এসে খেলা করে নিরন্তর হৃদয়ের সাথে;
পৃথিবীটা মনে হয় যেন স্বর্গ বাঁচি দিন রাতে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ৪ই ডিসেম্বর, ২০২৩।