প্রজাপ্রতি তুমি এক অপরূপ সৃষ্টি;
মনোরম মনে হয় যদি মেলো পাখা।
তোমার ডানায় আছে রামধনু বৃষ্টি;
ছোট ছোট ডানা মাঝে কত ছবি আঁকা।
বড় হও ক্রমে ক্রমে শুঁয়োপোকা থেকে;
তারপর একদিন তুমি ডানা মেলো।
প্রকৃতির মাঝে ওড়ো সোনা রোদ মেখে;
শিশুকে আনন্দ দিতে উড়ে উড়ে খেলো।
ছোট বড় সকলেই দেখে প্রজাপ্রতি:
তোমার সৌন্দর্য তারা উপভোগ করে।
কখনো কাউকে তুমি করো নি ক্ষতি;
ফুলে ফুলে মধু খাও যাও উড়ে উড়ে।
প্রজাপ্রতি পৃথিবীতে বাঁচো অল্প দিন;
তোমার সৌন্দর্য শোভা হবে না মলিন।