চারিদিকে কত কিছু ঘটে অবিরত;
তার থেকে বেশি রটে গুজব ও গল্প।
কত লোক পরচর্চা করে ইচ্ছামতো;
আমি মাতি কবিতাতে, লিখি অল্প স্বল্প।
কল্পনার ডানা মেলে উড়ি নীলাকাশে;
পাখিরাও উড়ে যায় সূদুরে প্রভাতে।
আকাশের বুকে মেঘ খেলা করে, হাসে;
কত কথা হয় সেই মেঘেদের সাথে।
দিন যায় রাত আসে আমি ফিরি ঘরে;
পূর্ণিমার রাতে বসি জানালার ধারে।
অপরূপ চাঁদ দেখে মন যায় ভরে;
তার সাথে কত কথা বলি চুপিসারে।
চারিদিকে কত কিছু ঘটে সারাক্ষণ;
প্রকৃতির রূপ দেখি, শান্তি পায় মন।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৮শে জুলাই, ২০২৪।