প্রভাতের নবালোকে চারিদিক লাগে ঝলমলে;
প্রাকৃতিক বিপর্যয় কেটে গেছে ভয় নেই আর।
আকাশের নীল ছুঁয়ে উড়ে আসে পাখি দলে দলে;
বিদায় নিয়েছে ঝঞ্ঝা শুভদিন ফিরেছে আবার।
সবকিছু স্বাভাবিক বাজে যেন জীবনের গান;
স্নিগ্ধ বায়ু বয়ে যায় সকলেই কত খুশি আজ।
গাছে গাছে ডালে ডালে বিহঙ্গেরা করে কলতান;
মাঠে মাঠে কৃষকেরা খুশি মনে করে যায় কাজ।
আকাশের বুক থেকে সরে গেছে কালো মেঘরাশি;
আনন্দ সঙ্গীতে হয় মুখরিত আকাশ বাতাস।
এমন খুশির দিনে বেজে যায় রাখালের বাঁশি;
মৃদু মন্দ বায়ু বয় দোল খায় লতা-গুল্ম-ঘাস।
হেমন্তে প্রকৃতি আজ সুসজ্জিত অপরূপ সাজে;
প্রশান্তিকে খুঁজে পাই আমি এই প্রকৃতির মাঝে।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৯ই কার্ত্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৬শে অক্টোবর, ২০২৪।