কিছু কিছু নাম থাকে থরে থরে সজ্জিত অন্তরে;
তেমনই ছিলে তুমি সঙ্গোপনে আমার হৃদয়ে।
ভাবলাম তোমাকেও রেখে দেবো চিরদিন ধরে;
তুমি ছিলে হৃদয়ের অতি কাছে প্রিয় বন্ধু হয়ে।

দিনে রাতে বয়ে গেল নদী বক্ষ দিয়ে কত জল;
একদিন দেখলাম তুমি আর সেই তুমি নেই।
আমার সাফল্যে তুমি খুশি নও, করো কোলাহল;  
শুরু হল ষড়যন্ত্র, অপমান, হেয় করা আমাকেই।

তোমার পৃথিবী থেকে সুখ শান্তি নিয়েছে বিদায়;
কিসের বড়াই এত! সবকিছু পুড়ে ছারখার।
অশান্তির নেত্রী তুমি ক্রোধে-শোকে দিন কাটে তাই;
বুদ্ধিহীনা নারী তুমি, সর্বক্ষেত্রে হবে বড় হার।

বন্ধু নও, তুমি এক ঈর্ষাম্বিত কুৎসিৎ নারী।
আমার হৃদয়ে কোন স্থান নেই, ষড়যন্ত্রকারী!

© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২১শে জুলাই, ২০২৪।