বিদায় নিয়েছে গ্রীষ্ম বহু দিন আগে;
মেঘ মুক্ত নীলাকাশ, বর্ষা গেছে চলে।
শরতের দিন গুলো ঝলমলে লাগে;
তবুও মনের মাঝে বহ্নিশিখা জ্বলে!

পূর্ণিমার চাঁদ খানি রাতের আকাশে
ঘুরে ঘুরে আলো দেয় কাটে অন্ধকার।
বাতাস ফুলের গন্ধ বয়ে নিয়ে আসে;
তবুও মনের মাঝে গভীর আঁধার!

কুয়াশার দিন গুলো আসেনি এখানে;
মাঘের শীতার্ত দিন আছে বহু দূর।
শরতে বাঙালি মেতে শারদীয়া গানে;
তবুও মনের মাঝে হতাশার সুর!

জীবনের পথে চলি আমি বড় সুখে;
শুধু শুধু কষ্ট পাও মনের অসুখে।

© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৬ই অক্টোবর, ২০২৪।