কালের নিয়ম মেনে একদিন আমরা সকলে
মায়ার বন্ধন ছেড়ে চলে যাবো অজানার দিকে।
কোনদিন কেউ আর ফিরবে না পৃথিবীর কোলে;
সকল ঐশ্বর্য রূপ একদিন হয়ে যাবে ফিকে।

মনের গভীরে তুমি জমিয়েছো ঈর্ষা ও বিদ্বেষ;
জ্বলে পুড়ে একদিন ছারখার হবে সবকিছু;  
কিসের বড়াই করো, কেন তুমি ধরো ছদ্মবেশ?
ছল বল ও কৌশল লাগবে না কাজে কোন কিছু।

দাম্পত্যে কলহ করে তুমি আছো বড় অশান্তিতে;
পরকীয়া মহাপাপ জড়িও না আর এই পাপে।
ধ্যানে মগ্ন মুনিবর ধ্যান করে জগতের হিতে;
ভেঙো না মুনির ধ্যান ভস্ম হবে তার অভিশাপে।

কালের নিয়মে তুমি ম্লান হবে সুন্দরী রূপসী;
কলঙ্কিনী নারী তুমি, তুমি হলে কলির উর্বশী।

© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৩ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৯শে জুলাই, ২০২৪।