ধর্ম নিয়ে বন্ধ হোক দাঙ্গা হানাহানি;
প্রতিটি ধর্মের মধ্যে আছে মানবতা।
ধর্ম সৎ শিক্ষা দেয় সকলেই জানি;
সকল ধর্মই বলে জীবনের কথা।

পৃথিবীতে ধর্ম আছে নানা ধরনের;
সর্ব ধর্মে সারকথা একই রকম।
যুগে যুগে প্রচারিত এই কথা ঢের;
পৃথিবীতে ভণ্ড বেশি, ধার্মিকেরা কম।

দু'রকম লোক আছে মন্দ আর ভালো;
মন্দ লোক পৃথিবীতে ধ্বংস করে যায়।
প্রকৃত ধার্মিক জ্বালে প্রজ্ঞানের আলো;
সকল ধর্মই ভালো, বাঁচতে শেখায়।

ধর্ম নিয়ে বন্ধ হোক বিভেদের‌ যুদ্ধ;
অধর্মকে ত্যাগ করো, চিত্ত হবে শুদ্ধ।