আমাদের রায়হান ঘরে জ্বালে আলো;
একা একা খেলা করে কত ক্ষণ ধরে।
গুটি গুটি পায়ে হাঁটে লাগে বড় ভালো;
আধো আধো কথা বলে মন যায় ভরে।

সারাদিন পর যদি বাড়ি ফিরে আসি,
ছুটে আসে বাবুসোনা ডাকে বাবা বলে।
কত কথা বলে যায় মুখে আনে হাসি;
সময় কাটাই আমি হাসি কোলাহলে।

কথা বলে তার সাথে ক্লান্তি ভুলে যায়;
খুশিতে ভরিয়ে দেয় আমাদের ঘর।
মননে মেধাবি সে যে কত কিছু চায়;
নিষ্পাপ হাসিটা লাগে বড় মনোহর।

আমাকে দিয়েছো কত বড় উপহার;
ছোট্ট সোনা রায়হান, কত বুদ্ধি তার।