গাধা হাঁটে আগে আগে দম্পতি পিছনে;
লোকে বলে দুজনেই কত বড় বোকা!
কথাগুলি শুনে তারা ভাবে মনে মনে,  
লোকেরাই বলে ঠিক, দেবে কেন ধোঁকা?

কথা শুনে স্বামী বসে গাধার উপর
কিন্তু তার পত্নী হাঁটে পিছনে গাধার।
লোকে বলে স্বামী তার বড় স্বার্থপর;
তৎক্ষণাৎ সে স্ত্রীকে নেয় পাশে তার।

এটা দেখে লোকে বলে তারা দয়াহীন;
গর্দভের পিঠ থেকে স্বামী যায় নেমে।
লোকে বলে বৌ পাগল, বড় বুদ্ধিহীন;
কথাটি শোনার পর স্বামী যায় থেমে।

যে সমস্ত লোকেদের কোন কাজ নেই
যেটাই করো না কেন তারা বলবেই।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৬ই অক্টোবর, ২০২৪।