আবার এসেছি আমি বসন্তের পূর্ণিমায় রাতে
দুর্গম পাহাড় নদী পার হয়ে নন্দন কাননে।
কত কাল কত যুগ কাটিয়েছি হতাশার সাথে
নীরবে নিভৃতে আমি একা একা ব্যথাতুর মনে।
ভুবন মোহিনী হাসি ভরা মুখে সেই চলে গেলে;
তারপর বয়ে গেছে কত জল নদী বক্ষ দিয়ে।
তোমার সাক্ষাৎ পেতে কল্পনার ডানা মেলে মেলে
উড়েছি আকাশে আমি কত বার কত স্বপ্ন নিয়ে।
বসেছি তোমার পাশে আগেকার মতো পুনরায়
জোছনায় হীরা মতি জ্বলে তোমার দুচোখে।
হৃদয়ে হৃদয় মিশে বলে, শুধু তোমাকেই চাই;
কত রাত কত দিন কেটে গেছে বিরহের শোকে।
বাস্তবের মুখোমুখি তুমি আমি কত যুগ পর;
এই ক্ষণ সত্য নয়, কুহকিনী মায়াবী প্রহর।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ৩রা ডিসেম্বর, ২০২৩।