এখন শীতার্ত দিন কুয়াশা ও তুষারের মেলা;
উত্তরের কনকনে হিম ঠাণ্ডা বায়ু বয়ে চলে।
সকালে শিশিরকণা দুর্বাঘাসে করে যেন খেলা;
কুয়াশা কাটার পর চারিদিক লাগে ঝলমলে।
পর্ণমোচী বৃক্ষ থেকে জরা জীর্ণ পাতা ঝরে পড়ে;
গোলাপ ডালিয়া গাঁদা ফুল ফোটে ফুলের বাগানে।
রঙিন বাহারী ফুল প্রকৃতির শোভা বৃদ্ধি করে;
ফুলের সৌন্দর্য মনে উচ্ছ্বাসের বান ডেকে আনে।
মাঠে মাঠে দেখা যায় শাক সব্জি সবুজের আলো;
রকমারি ফল ফলে গাছে গাছে হিম মাখা কালে।
শীতের আমেজে লাগে খেজুরের রস বড় ভালো;
ভ্রমণ বিলাসে মন মাতোয়ারা হয় শীতকালে।
এমন শীতের দিন বারো মাসে থাকে দুই মাস;
শীতের সোনালি রোদে আমি করি কবিতার চাষ।