আকাশ ঢেকেছে মুখ মেঘের চাদরে;
হেমন্তের সূর্য খানি ওঠেনি আকাশে।
আষাঢ়ে বৃষ্টির মতো বারিধারা পড়ে;
ভয়াবহ নিম্মচাপে ঝঞ্ঝা ধেয়ে আসে।
অবিরত বৃষ্টি আর ঝড়ের দাপটে
গাছ পড়ে ঘর ভাঙে লোকে গৃহহারা।
পশু পাখি ভীতিগ্রস্ত অসহায় বটে;
জলোচ্ছ্বাসে প্রাণিকুল বড় ছন্নছাড়া।
বাঁধ ভাঙা নোনাজল চাষের জমিতে;
সমস্ত ফসল নষ্ট ক্ষতিগ্রস্ত চাষী।
অলস সময় কাটে বিষাদের গীতে।
এই দুর্যোগের দিনে আমি পরবাসী।
জানালার পাশে বসে কত ছবি আঁকি:
ঝকঝকে প্রভাতের প্রতীক্ষায় থাকি।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৮ই কার্ত্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৫শে অক্টোবর, ২০২৪।