আমার হৃদয় মাঝে পদ্ম উপবনে
তোমার মধুর সুর বেজে ওঠে আজ।
সেই গান শুনে যায় আমি সঙ্গোপনে;
মধুর সঙ্গীত শুনে ভুলি সব কাজ।
আমার প্রাণের কথা গাও সুর করে
গায়ক পাখির মতো সারাক্ষণ তুমি।
নিরন্তর দোল খাও আমার অন্তরে;
রেখেছি হৃদয়ে আমি, পুণ্য জন্মভূমি।
ঢেউ ওঠে সরোবরে আনন্দ উচ্ছ্বাসে;
পূর্ণিমার চাঁদ ওঠে আকাশের গায়।
শিশিরের কণাগুলি ঝরে দুর্বা ঘাসে;
স্নিগ্ধ প্রশান্তির বায়ু যায় বয়ে যায়।
তোমাকে রেখেছি আমি হৃদয়ের মাঝে;
নিরালায় কথা বলি অপরাহ্ন সাঁঝে।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২রা কার্ত্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৯শে অক্টোবর, ২০২৪।