যে প্রেম চেয়েছি আমি সে প্রেম কোথায়?
সারাক্ষণ চেয়ে থাকি হয়তো এবার
আসবে আমার প্রেম, বৃথা খুঁজে যাই।
মায়াবী হরিণ হয়ে আসো বার বার।
হরিণের পিছে পিছে ছুটে যাই আমি;
কখনও আসেনা সে হাতের নাগালে।
হৃদয়ে দহন জ্বালা, জানে অন্তর্যামী;
নিয়তির পরিহাসে আমি মায়া জালে।
স্বর্গসম মাতৃভূমি কেন ত্যাগ করে
হাজির হয়েছি এই ঊষর মরুতে?
কণ্ঠনালী শুষ্কপ্রায় যাই যেন মরে ;
কিসের নেশায় তবু পথ চলি ছুটে!
অধরা হরিণ হয়ে আমার সম্মুখে
কেন তুমি দেখা দাও? ব্যথা দাও বুকে।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৭ই জুলাই, ২০২৪।