ভালোবাসা যেন এক বহমান নদী;
কালের নিয়ম মেনে দ্রুত পথ চলে।
সামনে কখনো নদী বাধা পায় যদি
সকল বন্ধন কেটে চলে সমতলে।
স্রোতহীন নদী হয় জরাজীর্ণ ক্রমে;
অকালে হারিয়ে যায় কালের গহ্বরে।
সোহাগহীন জীবনে বালুরাশি জমে;
সে জীবন থেমে যায় বালুকার চরে।
সোহাগের পথে যদি জীবনের ধারা
বয়ে যায় নদী হয়ে কল কল ছন্দে,
হৃদয়ে হৃদয় মিশে হয় আত্মহারা;
ভালোবাসা জীবনকে ভরে মহানন্দে।
যে জীবনে প্রেম নেই, নেই ভালোবাসা;
সে জীবন শান্তিহীন, ম্লান হয় আশা।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১২ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৯শে নভেম্বর, ২০২৩।