বনের মোরগ ছিল নিরাপদে জঙ্গলের বুকে;
একদিন সাধ হল মোরগের, যাবে সে শহরে।
গগনচুম্বী প্রাসাদে সে কাটাবে দিন বড় সুখে;
সুখের আশায় বন ছাড়ে এক ছদ্মবেশ ধরে।
উঁচু উঁচু বাড়ি দেখে মাথাখানি ঘুরে যায় তার;
মোরগের দৃঢ় পণ- প্রাসাদেই বাঁধবে সে বাসা।
জীবন কাটাবে সুখে, বনে বনে ঘুরবে না আর;
দেখবে শহরটাকে উড়ে উড়ে, মনে জাগে আশা।
নীলাকাশ পানে তাই ডানা দুটি মেলে উড়ে চলে;
যতটুকু বল ছিল সবটায় লাগায় সে কাজে।
চেষ্টা করে বার বার ব্যর্থ হয়ে পড়ে যায় তলে;
সব আশা বৃথা তার মরে যেন হতাশার লাজে।
শীততাপ নিয়ন্ত্রিত প্রাসাদে সে পৌঁছে যায় রাতে
রঙীন আলোয় মোড়া টেবিলের ডিনারের সাথে।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৩ই কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ৩১শে অক্টোবর, ২০২৩।