অশেষ সময় আছে তোমাদের হাতে;
অপ্রাসঙ্গিক কথাতে সময় কাটাও।
যে যা বলুক না কেন খুঁত ধরো তাতে;
পরচর্চা-নিন্দা করে কত মজা পাও!
ফুল গাছে ফুল ফোটে ছড়ায় সৌরভ;
বসন্তে কোকিল ডাকে কুহু কুহু স্বরে।
পূর্ণিমার চাঁদ খানি রাতের গৌরব;
শরতে শিশির বিন্দু দুর্বাঘাসে ঝরে।
চাঁদ হয়ে আলো দাও রাতের আকাশে
অথবা কোকিল হয়ে মাতো মধু গীতে।
শিশির বিন্দুর মতো ঝরো দুর্বাঘাসে
নতুবা গোলাপ হয়ে ফোটো পৃথিবীতে।
আপন হৃদয়ে জ্বালো প্রজ্ঞানের আলো;
পরচর্চা ছেড়ে দিয়ে করো কিছু ভালো।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৬ই কার্ত্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৩শে অক্টোবর, ২০২৪।