আকাশের বুকে মেঘ ঘনিয়েছে নিভে গেছে আলো;
রিমঝিম ঝিরিঝিরি নামবে যে শ্রাবণের ধারা।
চারিদিক অন্ধকার আকাশটা লাগে বড় কালো
এমন বাদল দিনে ঝড়ো বায়ু যেন দিশাহারা।
গাছপালা মাথা নাড়ে কত কিছু বলে ইশারায়;
মাঠ ঘাট জনশূন্য কৃষকেরা ঘরে ফিরে আসে।
বিহঙ্গেরা একে একে গাছে বসে গান গেয়ে যায়;
চাতক এমন দিনে ডানা মেলে সুদূর আকাশে।
জানালার পাশে বসে কত কিছু ভাবি বার বার;
এমন বাদল দিনে ফিরে পাই শৈশবের দিন।
মায়ের রেসিপি আহা কত ভালো লাগত আমার;
জানালায় ফিরে এসে দেখি আমি, আমি মাতৃহীন।
রিমঝিম ঝিরঝিরি বৃষ্টি পড়ে শ্রাবণের দিনে;
কত কিছু মনে পড়ে ফিরে যাই স্মৃতির কেবিনে।