মায়ার বন্ধন ছেড়ে একদিন চলে যেতে হবে
আত্মীয় স্বজন বন্ধু সকলকে বিদায় জানিয়ে।
অর্থ কড়ি অট্টালিকা সবকিছু রয়ে যাবে ভবে;
শূন্যতায় যাবো মিশে জীবনের পরপারে গিয়ে।

কর্ম করে যে যেমন, সে তেমন ফল ভোগ করে;
মানুষ জীবদ্দশায় দুষ্কর্মের জন্য শাস্তি পায়।
সুকর্মে খুশির বায়ু বয়ে যায় দিনরাত ধরে;
পালা শেষে সকলেই রঙ্গমঞ্চ ছেড়ে চলে যায়।

কালস্রোতে মিশে যায়, পৃথিবীতে যখন যা ঘটে;
রেহাই পায়না কেউ, চলে যায় আপন কি পর।
জন্মালে মরণ হবে, চিরন্তন সত্য কথা বটে;
মানুষের কিছু গুণ কীর্তি তাকে করবে অমর।

মায়ার বন্ধন ছেড়ে একদিন যাবো আমি চলে;
পৃথিবীতে করে যাবো কিছু কর্ম যাবে না বিফলে।