আমাকে বেঁধেছ তুমি বিনা সুতো দিয়ে;
কখনো পারি না তাই দূরে চলে যেতে।
এসেছি তোমার ঘরে কত স্বপ্ন নিয়ে;
চাই শুধু বুক ভরা ভালবাসা পেতে।
দিন রাতে কত কথা হত দূরাভাষে;
সুখ দুখ ভাগ করে নিতাম দু'জনে।
সুখের সে স্মৃতিগুলি মনে ফিরে আসে;
কেন তুমি দূরে থাকো ব্যথা দাও মনে।
তোমার কবিতা প্রেমে আতঙ্কিত আমি;
দিনরাত্রি পড়ে আছো কিসের নেশায়?
আমার মনের কথা জানে অন্তর্যামী;
আমি শুধু তোমাকেই সারাক্ষণ চাই।
আমাকে না বুঝে তুমি কিসে আছো মেতে?
আগের তোমাকে আমি চাই ফিরে পেতে।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল:১১ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৬শে মে, ২০২২।