আবার এসেছি আমি নদী কিনারায়
যেখানে দু'জনে সারা অপরাহ্ন ধরে
বলতাম কত কথা কত নিরালায়;
সুখের মুহূর্তগুলি ভুলব কি করে।

পঁচিশ বছর আগে আমরা দু'জনে
খোদাই করেছি গাছে দু'জনের নাম।
প্রেমের সে স্মৃতিগুলো ভেসে ওঠে মনে;
তুমি নেই, এ হৃদয় বিরহের ধাম।

আসবে না কোনোদিন ফিরে সেই দিন;
বৃথা চেষ্টা করে আমি খুঁজি সেই ক্ষণ।
আমার হৃদয় কাঁদে, আমি সঙ্গীহীন;
কিভাবে কাটবে এই নিঃসঙ্গ জীবন।

হৃদয়ে হৃদয় মিশে হতো একাকার;
এমন মুহূর্ত ফিরে আসবে না আর।