কত হৃদয় পুড়েছে তোমার ঐ জ্বালাময়ী রূপে;
মধুর কথার জালে কতজন হয়েছে নিঃশেষ।
ধুঁকে ধুঁকে মারা গেছে কতজন অন্ধকার কূপে;
ছুটিনি তোমার পিছে দূরে এসে আমি আছি বেশ।  

পৃথিবীতে কোন কিছু স্থায়ী নয় ক্রমে যায় ক্ষয়ে;
তোমার সৌন্দর্য রূপ ধীরে ধীরে হয়েছে মলিন।
সৌন্দর্য রূপের গর্ব জমেছিল তোমার হদয়ে
রূপ নয় গুণ হয় চিরস্থায়ী থাকে চিরদিন।  

রূপের আগুনে তুমি পুড়ে গেছো করো হায় হায়;
হারিয়েছ ভালোবাসা সঙ্গী ছাড়া কাটে কি জীবন।
তোমার সময় কাটে নিরানন্দে দুঃখে হতাশায়;
চলে গেছে সবকিছু আছে শুধু প্রাণহীন মন।

তোমার জীবন থেকে সরে এসে আমি আছি ভালো;
অন্ধকারে পরিপূর্ণ অপরূপা হারিয়েছ আলো।