মানুষের মন বোঝা বড়ই কঠিন;
কখন কি চায় মন জানেনা তো কেউ।
চাওয়া-পাওয়া দ্বন্দ্ব চলে রাত দিন:
হৃদয় সমুদ্রে ওঠে বেদনার ঢেউ।
স্বপন দেখতে চায় প্রতিটি নয়ন;
স্বপ্ন পূরণ হলেও হয় না সে সুখী।
চায় চায় বলে চলে মানুষের মন;
চাহিদা অপূর্ণ হলে হয় সে অসুখী।
সম্পদ ও অর্থ-কড়ি মূল্যহীন হয়
জীবনে চলার পথে না লাগলে কাজে।
মানুষের থাকে যদি প্রকৃত হৃদয়,
সে হৃদয়ে জীবনের জয় গান বাজে।
মানুষের মন বোঝা বড়ই দুরূহ;
কত কিছু ঘটে যায় মনে অহরহ।