এখানে শরৎকাল সৌন্দর্যের মেলা;
আকাশে তুলোর মতো সাদা মেঘ ভাসে।
জানালার ধারে বসে কাটে সারা বেলা;
দল বেঁধে পাখি ওড়ে সুদূর আকাশে।
এখানে আকাশ নীল দিন ঝলমলে;
প্রকৃতির সাজসজ্জা বড় জমকালো।
সবুজাভ গাছগুলি ভরা ফুলে ফলে;
জোছনায় রাত খানি লাগে বড় ভালো।
এখানে সবুজ ঘাসে জলবিন্দু ঝরে;
কৃষক ফলায় শস্য সোনালী ফসল।
বুলবুলি গান গায় সারাদিন ধরে;
ধনধান্যে পরিপূর্ণ এই ধরাতল।
এখানে শরৎকাল সাধনার মাস;
চারিদিকে উৎসব নেই কোন ত্রাস।