কত কাল গেল কেটে একরত্তি সুখের আশায়;
সুখ যেন সত্যি এক মায়াময় সোনার হরিণ।
হরিণের পিছে পিছে নিরন্তর শুধু ছুটে যাই;
কিছুতে দেয় না ধরা বৃথা চেষ্টা করে কাটে দিন।
ক্রমাগত হাতছানি দিয়ে ডাকে সুখ বার বার;
ভাবি প্রেম ভালোবাসা পরিবারে খুঁজে পাবো সুখ।
বিরহের বেদনায় জ্বলে পুড়ে হই ছারখার;
হতাশায় কাঁদে মন য্ন্ত্রণায় ফেটে যায় বুক।
আবার বেরিয়ে আসি হতাশার জালখানি ছিঁড়ে;
প্রেম ভালোবাসা ছেড়ে কাজ করি দিন রাত ধরে।
সুখ পাখি যায় উড়ে দূরে নীল সাগরের তীরে;
আবার হৃদয় বড় ব্যথা পায়, বেদনায় ভরে।
অবশেষে বুঝি যার পিছে ছুটি সেটা সুখ-ছায়া;
সুখ বলে কিছু নেই, সবকিছু স্বপ্ন আর মায়া।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৩শে নভেম্বর, ২০২৩।