সুখের সে স্মৃতি মনে কখনো কি জাগে?
সত্যিই কি ভালো আছো বহুদূরে সরে?
তোমাকে করেছি ক্ষমা বহুদিন আগে
যেদিন হৃদয় থেকে স্বপ্ন গেল ঝরে।
মনের শাখায় ছিল স্বপ্ন ঝুলে ঝুলে;
বলেছিলে একসাথে কাটাবে জীবন।
সেদিনের কথাগুলি গেলে তুমি ভুলে;
কথা দিয়ে রাখলে না ভেঙে দিলে মন।
রঙীন স্বপ্নকে তুমি করলে ফ্যাকাশে;
আমার হৃদয় ভেঙে ব্যথা দিলে মনে।
দুঃসময়ে চলে গেলে রইলে না পাশে;
তোমাকে করেছি ক্ষমা আমি সেই ক্ষণে।
তোমার সে অপরাধ ভুলে গিয়ে আমি
করেছি তোমাকে ক্ষমা জানে অন্তর্যামী।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৯শে মে, ২০২২।