কত ফুল ফুটে আছে ফুলের বাগানে;
পাপড়ি মেলেছে গাঁদা রজনী গোলাপ।
বাতাস হয়েছে মত্ত গোলাপের ঘ্রাণে;
প্রকৃতিতে খুঁজে পাই প্রশান্তির ছাপ।
প্রকৃতি প্রেমিক তাই ফুল লাগে ভালো;
ফুলের সৌন্দর্য রূপে অভিভূত আমি।
ফুলের বাগানে আছে হৃদয়ের আলো;
ফুলের মহিমা কত জানে অন্তর্যামী।
ফুলের সৌন্দর্য গন্ধে মাতোয়ারা মন;
মনে হয় ডানা মেলি ভ্রমরের মতো।
ফুলের বাগানে গিয়ে উড়ি সারাক্ষণ;
ফুলে ফুলে বসে মধু খাই পারি যত।
সৌন্দর্য পিপাসু তাই ভালোবাসি ফুল;
ফুলের সুধাতে হবে অ-সুখ নির্মূল।