যাও পাখি উড়ে যাও আকাশের বুকে;
এতদিন বন্দী ছিলে খাঁচার ভিতরে।
স্বাধীন জগতে তুমি থাকো বড় সুখে;
মুক্তির আনন্দে গান গাও প্রাণ ভরে।

খাঁচার ভিতরে তুমি গাইতে যে গীত
সেই গীত ছিল বড় বেদনায় ভরা।
ভুলে যাও ব্যথা ভরা কষ্টের অতীত;
স্বাধীনতার উচ্ছ্বাসে পূর্ণ করো ধরা।

পরাধীনতার গ্লানি দাও তুমি মুছে;
জীবন কাটাও এক মুক্ত পরিবেশে।
সমস্ত আঁধার যাবে তাড়াতাড়ি ঘুচে;
খুঁজে নাও যোগ্য সাথী তুমি দূর দেশে।

পাখি তুমি মুক্ত আজ বন্দীদশা থেকে;
নির্মল আকাশে ওড়ো সোনা রোদ মেখে।


রচনাকাল: ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।