গোধূলির মতো যদি কখনও আমি চলে যাই,
বিলাপ করো না তুমি প্রিয়তমা, আমার প্রস্থানে।
একবার চলে গেলে, ফিরে কেউ আসে না ধরায়
তবুও আসবো ফিরে বারে বারে হৃদয়ের টানে।

আমাকে দেখবে তুমি অহর্নিশ প্রকৃতির মাঝে,
তোমার হৃদয়ে যদি ভালোবাসা হয় বিকশিত।
দখিনা বাতাস হয়ে বয়ে যাবো বসন্তের সাঁঝে;
পূর্ণিমার চাঁদ হয়ে আলো দেবো তুমি হবে প্রীত।

আমার বিদায়ে যদি কেঁদে ওঠে তোমার অন্তর,
অনাথ শিশুর মতো সারাক্ষণ বিষন্ন না হয়ে
আমার কবিতাগুলো মনোযোগে পড়ো নিরন্তর;
তাহলে দেখবে তুমি আমি আছি তোমার হৃদয়ে।

বিলাপ করো না তুমি কখনও আমার প্রস্থানে;
আবার আসব ফিরে প্রিয়তমা, সোহাগের টানে।