কর্মস্থলে সহকর্মী কাটায় সময়;
দিনে দিনে পরস্পরে কথা হয় সুখে।
কথা বার্তা শুনে যেন বন্ধু মনে হয়;
একের তারিফ হয় অপরের মুখে।

কর্তব্যের জন্য কথা হয় মিষ্টি সুরে;
ধীরে ধীরে সম্পর্কের গভীরতা কমে।
বন্ধুত্ব শব্দটি যায় সরে বহুদূরে;
বোঝাপড়া-মিটমাটে কর্মক্ষেত্র জমে।

তার মধ্যে জন্ম নেয় প্রতিপক্ষ দল;
এইভাবে তৈরি হয় আপন ও পর।
ভিতরে বাইরে চলে দ্বন্দ্ব-কোলাহল;
গভীর চক্রান্ত শুরু হয় তারপর।

সহকর্মী কখনো কি বন্ধু হতে পারে?
কঠিন প্রশ্নের গোলা কাউকে না ছাড়ে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৭শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১১ই মে, ২০২২।