নিয়ত খুশিতে থাকো গৃহ করো আলো;
মায়া ভরা মুখ আর স্নিগ্ধ দুটি আঁখি।
দিন রাত খেলা করো লাগে বড় ভালো;
হৃদয় আকাশে ওড়ে আনন্দের পাখি।
তোমার জননী উম্মে সালমা খাতুন,
শিক্ষিত ধার্মিক এক স্নেহময়ী নারী।
সারাক্ষণ গান গাও করো গুন গুন;
নিষ্পাপ হাসিতে হয় মনোরম বাড়ি।
চোখে মুখে প্রতিক্ষিপ্ত চন্দ্রিমার প্রভা;
আনন্দের সাথে কাটে প্রতিটি প্রহর।
তোমার সৌন্দর্য যেন জননীর শোভা;
তুমি ছাড়া মূল্যহীন আমাদের ঘর।
আদরের কন্যা তুমি, নাম তো আয়েশা;
তুমিতো কন্যাশ্রী আহা, সকলের আশা।