শরতে শিশির কণা মুক্তো হয়ে জ্বলে দুর্বাঘাসে;
সবুজে সবুজে ভরা গাছে ফলে রকমারি ফল।
শিমুল তুলোর মতো সাদা মেঘ নীলাকাশে ভাসে;
শরতের সোনা রোদে চারিদিক করে ঝলমল।
শরতের আগমনে মন মাতে শরৎ সঙ্গীতে;
দোয়েল, ময়না, টিয়া গেয়ে যায় সুমধুর গান।
আকাশ বাতাস হয় মুখরিত পাখিদের গীতে;
শরতের গান শুনে মুগ্ধ হয় আমাদের প্রাণ।
শিউলি শেফালি জুঁই কলিয়েন্ড্রা মালতী বকুল
মাধবী, মল্লিকা চম্পা বকফুল পদ্ম বেলি কেয়া
শিরিষ শালুক কাশ শরতের অগণিত ফুল।
ফুলের সৌন্দর্য ঘ্রাণে মুগ্ধ হয় বাঙালির হিয়া।
গাছপালা হয়ে ওঠে সবুজাভ সতেজ সুন্দর;
ফুলে ফলে কলতানে শরতকে লাগে মনোহর।