জন্মভূমি ছেড়ে দিয়ে আছি পরদেশে;
মনের মানুষ খুঁজি বিদেশ ভবনে।
বৃথা চেষ্টা করে যাই দিন কাটে ক্লেশে;
নিঃসঙ্গ জীবন কাটে শান্তি নেই মনে।
নন্দন কাননে সুখে কেটে যেত দিন;
আপনজন থাকতো হৃদয়ের সাথে।
অকৃত্রিম ভালোবাসা হতো না বিলীন;
স্বপ্নেরা আসতো চোখে সুখের নিদ্রাতে।
স্বজন বান্ধব ছেড়ে আছি বহু দূরে:
স্বপ্নেরা হারিয়ে গেছে দুঃস্বপ্নের ভীড়ে।
জীবনের গান শুনি বেদনার সুরে;
স্বর্গসম মাতৃভূমি আসবে না ফিরে।
স্বর্গ ছেড়ে মর্তধামে সঙ্গীহারা আমি;
বেলাশেষে দেখে যাই সূর্য অস্তগামী।