তুমি আছো বলে তাই আছি আমি পৃথিবীর বুকে;
সুদূর আকাশে আমি চেয়ে দেখি মেঘ আসে ভেসে।
পথের দুধারে কত ফুল ফোটে দেখি হাসি মুখে;
পূর্ণিমার চাঁদখানি রাত্রিবেলা কথা বলে হেসে।
তুমি আছো বলে তাই আছি আমি পৃথিবীর 'পরে;
কোকিলেরা গান গায় কুহু কুহু সুমধুর সুরে।
ভোরবেলা দূর্বাঘাসে জলবিন্দু মুক্তো হয়ে ঝরে;
কল কল ছন্দ-লয়ে বয়ে যায় নদী বহুদূরে।
তুমি আছো বলে তাই আছি আমি পৃথিবীর মাঝে;
গোলাপ বাগানে গেলে গোলাপের ঘ্রাণ ভালো লাগে।
দিনরাত সর্বক্ষণ থাকি আমি মেতে কত কাজে;
আমার লেখনী মাতে কবিতায়, মধ্য রাত্রি জাগে।
তুমি আছো বলে তাই আছি আমি এই পৃথিবীতে;
তোমার আশীষে যেন করি কাজ সমাজের হিতে।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৯শে কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৬ই নভেম্বর, ২০২৩।