তোমার চোখের দিকে পারিনা তাকাতে;
মায়াময়ী স্নিগ্ধ আঁখি হয়েছে ফ্যাকাশে।
মুখখানি মিশে গেছে অমাবস্যা রাতে;
ওড়েনা শান্তির পাখি মনের আকাশে।

হৃদয় আঙিনা থেকে চলে গেছে সুখ;
দুঃস্বপ্নেরা একে একে জমিয়েছে ভীড়।
দর্প ভেঙে খান খান সকলে বিমুখ;
ঈর্ষা-দ্বেষ ত্যাগ কর, নত কর শির।

তোমার ভিতরে আছে অহমিকা জমে
বের হবে লাভা হয়ে জ্বালামুখ দিয়ে।
জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে ক্রমে ক্রমে
কি আনন্দ পাবে তুমি নিজেকে পুড়িয়ে।

সোনার মুকুটখানি হারিয়েছ রানী;
আর নয়, বন্ধ কর যুদ্ধ হানাহানি।